Contact Information
We Are Available 24/ 7. Call Now.

Reporter Bangla : ভারত দুটো ম্যাচ জিতে গিয়েছিল অনেক আগেই কিন্তু তৃতীয় ম্যাচ খেলার সময় ভারত 24 রানে 4 উইকেট পড়ে যায়, তখন ব্যাট করতে নামেন রিঙ্কু সিং এবং মাঠে ছিল রহিত শর্মা . ভারতের অবস্থা তখন খুবই শোচনীয় তখনই মাঠে নামেন রিঙ্কু সিং. দুজনের অনবদ্য জুটিতে ভারত টোটাল রান করে 212 রান যার মধ্যে রোহিত শর্মা করে 121 রান, এবং রিঙ্কু সিং 69 রান করেন 39 বলে .

তবে হিটম্যান রোহিত শর্মা কিন্তু কোন কিছুতেই কম নয়, তিনি আবারও প্রমাণ করে দিলেন বিশ্বসেরা ক্রিকেটার তিনি . খেলার শেষে রোহিত শর্মা জানিয়েছেন রিঙ্কু সিং তাদের নজরে এসেছেন এবং রিঙ্কু সিং খুব ভালো খেলেছেন. তবে রিঙ্কু সিং এতটা সাথ দেওয়ার জন্য রোহিত শর্মা অনেক খুশি হয়েছে .

রিঙ্কু সিংহ চেষ্টা করছেন যতটা সম্ভব নিজেকে নিংড়ে দেওয়ার, রিঙ্কু সিং আগামী দিনে কি করে সেটাই এখন লক্ষ্য বিশ্ব ক্রিকেটের.

বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রিঙ্কু সিং শেষের দিকে ব্যাট করতে নামেন এবং ফিনিশ টা তিনিই করেন, তাই অনেকেই তাকে রিঙ্কু দা ফিনিশার বলে ডাকে .

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *