Contact Information
We Are Available 24/ 7. Call Now.

দিদি বনাম দিদি! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রচনার,জল্পনা রাড়ছে রাজনৈতিক মহলে .

দিদির সাথে দেখা করলেন আরেক দিদি, বুঝলে না? বাংলার দিদি মমতার সঙ্গে নবান্নে দেখা করলেন দিদি নং১ -র দিদি রচনা ব্যানার্জী। তাহলে কী এবার রাজনীতিতে পা রাখছেন দিদি নাম্বার ওয়ান? লোকসভা ভোটের আগে রচনার নবান্নে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা। তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছেন, ‘দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।’

তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়। এর আগেও একুশের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, রচনা নাকি তৃণমূলে যোগদান করছেন। সেবারও এই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দিদি নম্বর ওয়ান।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়।

 
Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *