Reporter Bangla: তুমি যে আমার, না এটা কোন সিনেমা বা সিরিয়াল নয়। এটি ছিল জি বাংলার অতি পরিচিত একটি টিভি শো । বর্তমানে জি বাংলায় প্রচারিত এই টিভি শো গুলোর থেকে তুমি যে আমার ছিল একটি অন্যরকম শো । যার সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং রচনা ব্যানার্জি ।
এই শো কে বলা হয় রোমান্টিক শো, তার কারণ অন্য দিকে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি ছিল টলিউডের সব থেকে জনপ্রিয় রোমান্টিক জুটি । আর এই শো তে খেলার ধরনগুলি ছিল অন্যরকম ।
একঝলকে দেখুন তুমি যে আমার এর কিছু ছবি 👉