Contact Information
We Are Available 24/ 7. Call Now.

Reporter Bangla : মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা সিনেমার যখন করুন অবস্থা, যখন বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ, সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে আবির্ভাব হয় এক নতুন হিরো, নাম প্রসেনজিৎ চ্যাটার্জী. দুটি পাতা সিনেমায় প্রসেনজিৎ কে হিরো হিসেবে দেখা গেলেও তার আগে তিনি উত্তম কুমারের সাথে প্রতিশোধ সিনেমায় এবং শিশুশিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয় করেন. সেই সিনেমার নাম ছোট্ট জিজ্ঞাসা.

তারপর তিনি এক এক করে অগ্রদানী, শত্রু, তিল থেকে তাল, লালমহল, আতঙ্ক, পথভোলা, বৌমা, প্রেমের বন্ধন, অর্পণ, আপন ঘরে, সম্রাট ও সুন্দরী, স্বর্ণময়ী ঠিকানা, মৌনমুখর, দোলনচাঁপা ইত্যাদি সিনেমায় অভিনয় করেন.

এরপর আসে সেই সিনেমা যে সিনেমার নাম ” অমর সঙ্গী ” বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টিকারী সিনেমা গুলির মধ্যে যারা নাম আগে আসে সেটি হল অমর সঙ্গী.

অমর সঙ্গী সিনেমার সাকসেসের পর প্রসেনজিৎ চ্যাটার্জী কে আর পেছন ঘুরে তাকাতে হয়নি, বাবা বিশ্বজিৎ চ্যাটার্জী বড় অভিনেতা হওয়া সত্ত্বেও প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনয়ে আসেন নিজের দক্ষতায়. একের পর এক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের, প্রসেনজিৎ চ্যাটার্জীর 99% সিনেমা সুপারহিট.

তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জী কে ইন্ডাস্ট্রি বলা হয় কেন ? আসলে প্রসেনজিৎ চ্যাটার্জী যা তৈরি করে দিয়ে গেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে তা ভাঙ্গা কখনো সম্ভব নয়. প্রসেনজিতের সিনেমা মানেই এক একটি ইতিহাস. তবে প্রসেনজিৎ চ্যাটার্জী নিজেকে কোনদিন ইন্ডাস্ট্রি বলে দাবি করেননি. বাংলা সিনেমার একটি সুপারহিট মুভি বাইশে শ্রাবণ, এই সিনেমার একটি জনপ্রিয় ডায়লগ ” আমি অরুণ চ্যাটার্জী, আমি ইন্ডাস্ট্রি “, তবে কথাটা সিনেমার মধ্যে থাকলেও বাস্তবে তিনি যে ইন্ডাস্ট্রি তা কিন্তু সবাই জানেন.

ছবি সৌজন্যে ফেসবুক

শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির বহু কলাকুশলীদের সাহায্য করে থাকেন প্রসেনজিৎ. ইন্ডাস্ট্রির কেউ যখন কোন বিপদে পড়েন তখন প্রথমেই তিনি ছুটে আসেন প্রসেনজিত চ্যাটার্জির কাছে. প্রসেনজিৎ শুধু বাংলাতে নয়, হিন্দিতে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি. তিনি প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করেন ডেবিট ধবন পরিচালিত Aandhiyan ছবিতে.

শুধু ইন্ডাস্ট্রি নয় ইন্ডাস্ট্রির বাইরেও বহু মানুষকে তিনি সাহায্য করে থাকেন, বর্তমানে তিনি কলকাতায় নিজস্ব বাড়িতেই থাকেন.

 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *