লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে মনে করেন। তাঁর প্রণাম মন্ত্র জপ করলে জীবনের পথে সব বাধা কেটে যায় বলে তাঁর ভক্তদের বিশ্বাস। জেনে নিন লোকনাথ বাবার প্রণাম মন্ত্র।
লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল–নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম । ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে । জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।
বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন। খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি।লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তাঁর প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়। ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে। আড়ম্বর নয়, বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত। এর ফলে ব্যক্তির সমস্ত আশা, আকাঙ্খা পূর্ণ হয়।
কোনও কাজ শুরুর আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত। আবার কোনও জাতকের রাশিতে বিষযোগ, দারিদ্র্য বা কেন্দ্রদ্রুম যোগ থাকলে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পূজো করবেন। আবার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও এই মন্ত্র জপ করতে পারেন। পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক পরিস্থিতি উন্নত হয়।
ভালো লাগলে শেয়ার করুন .