Contact Information
We Are Available 24/ 7. Call Now.

আজও ভোলেননি অতীত, সব সময় মনে রাখেন পুরনো সহকর্মীদের

ছবি সৌজন্যে ফেসবুক

তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ইন্ডাস্ট্রি। কেন তিনি সুপারস্টার সেকথা ফের আরেকবার প্রমাণ করে দিয়েছেন তিনি।

দশম অবতার এবারের পুজোয় বিরাট ব্লকবাস্টার সৃষ্টি করেছে। ৫ কোটি ক্রশ করে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। সেই নিয়েই উন্মাদনা তুঙ্গে। ছবির সাফল্যের পর বাড়িতে পার্টি দিয়েছিলেন সকলের প্রিয় বুম্বা দা। সেখানেই উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পছন্দের হিরোকে কাছে পেয়ে কী বললেন তিনি?

প্রসেনজিৎ ও রচনা

একসঙ্গে বহু ছবি তাঁরা করেছেন। টলিউডের ” সবুজ সাথী ” জুটি বলা হয় এই জুটিকে। রচনার কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেয়ালের মতো, কারণ তিনি বেশ বুদ্ধি ধরে কাজ করেন। এবার, কাছের বুম্বাকে নিয়ে তিনি বিরাট কিছু বললেন।

জড়িয়ে ধরলেন প্রিয় বন্ধুকে। বুম্বাদার উদ্দেশ্যে লিখলেন…”সারাজীবনের ড্যাশিং, সুপুরুষ, চার্মিং, আমাদের হিরো। তুমি চিরসবুজ। আবার প্রমাণ করলে তুমি। জীবন যে ৫০ এর পর শুরু হয় তার প্রমাণ তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুক।”

রচনা, প্রসেনজিৎ, মিমি, কোয়েল, যীশু

 

দশম অবতারের সাফল্য অনুষ্ঠানে নিজের কাছের মানুষদের ডাকতে ভুল হয়নি তাঁর। একইসঙ্গে শুভাশিস চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী থেকে হরনাথ চক্রবর্তী সকলেই এসেছিলেন। উপস্থিত ছিলেন টলিউডের বহু কলাকুশলী, এত সাফল্য, তারপরেও নিজেকে সকলের কাছে যেভাবে তুলে ধরেছেন তিনি, অনেকেই বলছেন, আজও বুম্বা পুরনো সহকর্মীদের কদর করতে জানে।

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *