ক্যানসারের কাছে হার মানল জীবন, প্রয়াত শ্রীলা মজুমদার ! যোগ্য হয়েও কখনও সে অর্থে প্রাপ্য সম্মান পাননি । মাত্র ষোলো বছর বয়েসে তরুণ মজুমদারের সিনেমা দিয়ে তাঁর যাত্রা শুরু ।
তারপর তরুণ মজুমদারের বহু সিনেমায় তিনি কাজ করেছেন । শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার। ২০০৩ সালে তিনি ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রতিবাদ ছবিতেও তিনি অভিনয় করেছেন ।
তাঁর শেষ সিনেমা কৌশিক গাঙ্গুলির “পালান” ! বিগত তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি 🙏