Contact Information
We Are Available 24/ 7. Call Now.

রচনা ব্যানার্জি, বর্তমানে সিনেমা জগৎ থেকে অনেকটা দূরেই থাকেন তিনি. বর্তমানে দিদি নাম্বার ওয়ান থেকে কত টাকা পারিশ্রমিক পান তিনি ? তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকেই যায়, চলুন আজ জেনে নেই সেই তথ্য –

রচনা বন্দ্যোপাধ্যায়

একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল। সোশ্যাল মিজিয়াতে বারবরই সক্রিয় তিনি। তারই মাঝে এবার বিদেশ থেকে একাধিক ফ্রেম শেয়ার করে নিলেন তিনি সকলের সঙ্গে।

রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই  টলিউডের ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সুরিয়াবংশম সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছেন তিনি .

বহুবছর সিনেমা করার পর একসময় তিনি সিনেমা থেকে বিরতি নেন, ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের কাছে তিনিই রিল লাইফের দিদি দিদি নাম্বার ওয়ান .

একদিকে সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেবন রচনা বন্দ্যোপাধ্যায়। শো করে থাকেন বিভিন্ন জায়গায়। তবে সিনেমা জগৎ থেকে দূরে থাকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পারিশ্রমিক কত, সেই প্রশ্ন রয়েছে অনেকের মনে.

সোশ্যাল মিডিয়ায় অথবা যদি আপনি google-এ সার্চ করেন তাহলে সেখানে দেখাবে রচনা ব্যানার্জীর ইনকাম রয়েছে 1 থেকে 2 লক্ষ টাকা প্রতি এপিসোড.

তবে সেটা একদমই ঠিক নয়, তবে সূত্র বলছে তিনি এর থেকে বেশি পেয়ে থাকেন . সঞ্চালনার পাশাপাশি রচনা ব্যানার্জীর শাড়ির ব্যবসা ও রয়েছে.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *