Contact Information
We Are Available 24/ 7. Call Now.

অরিজিৎ সিং – মায়ের পর আরেক কাছের মানুষ, ফের একবার স্বজনবিয়োগ অরিজিৎ সিংয়ের.

শশ্মানে স্কুটি চালিয়ে গেলেন অরিজিৎ। সঙ্গে ছিলেন বউ, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ শিল্পী

ছবি সৌজন্যে ফেসবুক

মাকে হারিয়েছিলেন একবছর আগেই। এবার আরও একজনকে হারিয়ে শোকে আচ্ছন্ন শিল্পী অরিজিৎ সিং। স্ত্রীকে নিয়ে গেলেন শ্মশানে।

শিল্পীর দিদা গত হয়েছেন। আর তাঁর শেষকৃত্য সম্পন্ন করতেই জিয়াগঞ্জ শ্মশানে গিয়েছিলেন শিল্পী এবং তাঁর পরিবার। অরিজিৎ সিং, এবং তাঁর স্ত্রী কোয়েল সিং পৌঁছে ছিলেন সেখানে। তাঁর দিদার ভারতী দেবীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। সম্ভবত, বার্ধক্যজনিত কারণেই যে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ছবি সৌজন্যে ফেসবুক

স্ত্রী কোয়েলকে স্কুটিতে চাপিয়ে, তিনি জিয়াগঞ্জ শ্মশানে গেলেন তিনি। উপস্থিত ছিলেন তাঁর বাবা সুরিন্দর সিং নিজেও। দিদার শেষকৃত্য সম্পন্ন করে ফিরে আসেন তিনি। এমনিও জিয়াগঞ্জের রাস্তায় তিনি ঘুরে বেড়ান। সেখানে কেউ তাঁকে ঘিরে ধরা কিংবা ভিড় করা এগুলো খুব একটা দেখা যায় না। বরং, আর পাঁচজনের মত তিনি সেখানে ঘুরে বেড়ান।

উল্লেখ্য, একবছর আগেই মাকে হারিয়েছিলেন অরিজিৎ। শিল্পী কলকাতায় অনুষ্ঠান করার সময় বলেছিলেন, এই অনুষ্ঠানে মা নেই। মা মারা যাওয়ার পর আমার এটা প্রথম শো। তাঁকে মিস করছি আরও বেশি করে। জিয়াগঞ্জে শিল্পী নানা কাজ করছেন। হাসপাতাল বানানো হোক কিংবা মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান – সবটাই নিজের হাতে করছেন।

ছবি সৌজন্যে ফেসবুক
Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *