Contact Information
We Are Available 24/ 7. Call Now.

দিদির মঞ্চে ‘ব্যতিক্রমী মা’, পূজার কথায় মুগ্ধ রচনা-

দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির ব্যতিক্রমী মা পূজা পাল! পঞ্চম শ্রেণিতে পড়বার সময়ই মায়ের ভূমিকা পালন করতে হয় তাঁকে। কীভাবে? সেই কাহিনি জেনে পূজাকে কুর্নিশ রচনার।

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’। কত্ত শো এল, গেল কিন্তু দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা অটুট। আর এই শো-এর সঙ্গ ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রতিদিন বিকাল ৫.৩০টা বাজলেই গ্রাম বাংলা, শহরতলি, এমনকী খাস কলকাতার মা-মাসিমা,কাকিমা-জেঠিমারা বসে পড়েন টিভির সামনে।

দিদি নম্বর ১-এর মঞ্চে সেলেবরা যেমন হাজির হন, তেমনই আম জনতাও পৌঁছান নিজেদের জীবনযুদ্ধের কথা নিয়ে। সেই নিয়ে অবশ্য ট্রোলিং বা হাসাহাসিও কম হয় না। তবে রচনা ও তাঁর শো-এর প্রশংসকের সংখ্যাই বেশি। চ্যানেলের তরফে সম্প্রতি সামনে আনা হয়েছে দিদি নম্বর ১-এর আসন্ন এপিসোডের প্রোমো। সেখানে দিদি নম্বর ১-এর খেলায় শামিল হয়েছেন ‘দুই’ সন্তানের মা পূজা পাল।

প্রোমো-তে উঠে এল ‘ব্যতিক্রমী মা’ পূজার জীবনযুদ্ধের ঝলক। সঙ্গে দর্শকদের মনে রইল হাজারো প্রশ্ন। পূজা রচনাকে বলবেন, ‘বায়োলজিক্যালি না হলেও ক্লাস ফাইভে মা হয়ে যাই। এখন নিজের ৩ বছরের ছেলে আছে। দুই সন্তানকে একা হাতে মানুষ করছি’। পূজার কথায় শুরুতে ধাক্কা খান রচনা, পরে নিজেকে সামলে নিয়ে পূজাকে কুর্নিশ জানান অরিজিন্যাল দিদি নম্বর ১।

কিন্তু কোন পরিস্থিতিতে পঞ্চম শ্রেণিতে পড়বার সময়ই মায়ের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল পূজাকে? সেই কাহিনি জানা যাবে আগামী শুক্রবার। ৯ই ফেব্রুয়ারি বিকাল ৫.৩০-টায় জি বাংলায় সম্প্রচারিত হে এই পর্ব।

সিনেমার কারণে রচনা ঠিক যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, তার থেকে বহুগুণ প্রচারের আলোয় এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ১-এর সঞ্চালক হিসেবে। বাংলার প্রত্যন্ত গ্রামের মহিলারাও ভালোবাসা উজার করে দেয় তাঁদের প্রিয় দিদিকে। প্রায় ১৩ বছর ধরে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে জি বাংলার হিট শো ‘দিদি নম্বর ১’।

সঞ্চালনার পাশাপাশি আপাতত রচনা একজন সফল ব্যবসায়ীও বটে। রমরমিয়ে চলছে তাঁর শাড়ির ব্যবসা। কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। ঘুরতে বেরিয়ে পড়েন ছেলে রৌনাকের সঙ্গে। ডিভোর্সি না হলেও দীর্ঘদিন আগেই স্বামীর থেকে আলাদা হয়েছেন রচনা। একার হাতেই ছেলেকে মানুষ করছেন তিনি। তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে অনুরাগীরা। তবে কাজ নয়, পরিবারকেই অধিক সময় দেওয়ায় বিশ্বাসী রচনা।

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *