না ফেরার দেশে চলে গেলেন সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রী মৃত্যুর কোলে ঢলে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। দর্শক অবশ্য তাঁকে বেশি চেনেন দঙ্গল মুভিতে ‘ববিতা ফোগত’ নামেই। জনপ্রিয় এই সিনেমায় আমির কন্যার ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।
সূত্রের খবর, কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানির। তারপর তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বেশকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেইকারণেই নাকি সুহানির এই অকাল মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ফরিদাবাদের সেক্টর ১৭-তে থাকতেন সুহানি ভাটনগর। ফরিদাবাদের সেক্টর ১৫-তে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।বছর তিনেক আগে পর্যন্তও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। ছবি শেয়ার করতেন ইনস্টাগ্রামে। ২০.৯ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। সুহানি তার ‘দঙ্গল’ সহ-অভিনেতাদের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন। তাঁর এই অকালমৃত্যুতে হতবাক তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, রিলস্ কন্যার মৃত্যুর খবর পেয়েই মর্মাহত আমির। দঙ্গল সিনেমা ছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল চিরকালের জন্য…।