Reporter Bangla : এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য রয়েছে প্রচুর ছাড়, প্রবীনদের জন্য ছাড় হচ্ছে দ্বিগুণ. বাজেটের শুরুতেই নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন এবারের বাজেট থাকবে মধ্যবিত্তদের জন্য.
বক্তৃতা শেষ হতে দেখা গেল এবারের বাজেটে বেশির ভাগ ছাড় রয়েছে মধ্যবিত্তদের, আয় করে দিক দিয়েও বিশাল ছাড় রয়েছে মধ্যবিত্তদের. TDS – এ ছাড়ে ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা বলেছেন নির্মলা সীতারাম।
নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ফিক্স ডিপোজিট এর উপর কর ছাড় এবার দ্বিগুণ করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের কর ছাড় 50 হাজার থেকে 1 লাখ টাকা করা হয়েছে. পাশাপাশি বাড়িভাড়ায় ও ছাড়ের ঘোষণা করেছেন তিনি. ২ লাখ 4০ হাজার থেকে এটা করা হয়েছে 6 লাখ পর্যন্ত.
বিদেশ থেকে আগের ক্ষেত্রেও টিসিএস সীমা বাড়ছে, ৭ লাখ থেকে বাড়িয়ে করা হচ্ছে দশ লাখ। বিদেশে উচ্চ শিক্ষার জন্য লোনের জন্য কোন টিসিএস লাগবে না.
প্রসঙ্গত আগামী সপ্তাহেই আসছে আয়করে নতুন বিল.