Reporter Bangla – সব হেলে পড়া বাড়ি কিন্তু বিপদজনক নয়। বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম.
কলকাতা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর . এখানে বাস করেন কয়েক কোটি মানুষ. কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন হেলে পরা বাড়ি মানে বিপদজনক নয়। কয়েকদিন যাবত দেখা যাচ্ছে কলকাতাতে অনেকগুলো বাড়ি হেলে পড়েছে। তো যেটা দেখা যাচ্ছে হেলে পড়া বাড়িগুলো কোথাও পুকুরের উপর তৈরি অথবা কোথাও খালের উপর তৈরি অথবা কোথাও নালা ভর্তি করে দিয়ে সেখানে বাড়ি গুলো তৈরি করা হয়েছে।
যেসব প্রমোটার এই বাড়িগুলো তৈরি করেছেন তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই আবার শহর ছেড়ে পালিয়ে গেছেন। প্রচুর মানুষ রয়েছেন যারা এই ফ্ল্যাট গুলি বা বাড়িগুলিতে রুম বুক করেছিলেন। তারা এখন প্রচুর সমস্যায় পড়েছেন এবং তারা কি করবেন কিছু বুঝতে পারছেন না। আর এক একটা ফ্লাটের দাম বা এক একটা রুমের দাম কিন্তু কম নয়।
এই অবস্থায় ওই বাড়িগুলিতে বসবাস করেই যারা বাসিন্দা রয়েছেন তারা কমপ্লেন শুরু করছেন. এরই মধ্যে কলকাতার মেয়র বলতে শুরু করলেন যে হেলে পড়া বাড়ি মানেই বিপদজনক নয়। আমরা সচরাচর জেনে থাকি, যে বাড়ি যখন তৈরি হয় সেটা সোজাভাবেই তৈরি করা হয় এবং যিনারা তৈরি করেন তারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে বাড়ি অথবা ফ্ল্যাট গুলি বানিয়ে থাকেন। কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে যেসব প্রোমোটার টাকার বিনিময়ে এই বাড়িগুলো তৈরি করছেন তারা কোন গুরুত্ব না দিয়ে কোনরকম ভাবে এই বাড়ি বা ফ্লাট গুলো এমনি বানিয়ে দিচ্ছেন
যে মানুষগুলো এই ফ্যাট গুলো বুক করেছিলেন তারা এখন খুব বিপদে পড়লেন. শুধু এই কয়েকটি বাড়ি নয় অনুমান করা যাচ্ছে কলকাতাতে এরকম প্রচুর বাড়ি রয়েছে। যেখানে এইরকম ভাবে প্রোমোটাররা বাড়ি বানিয়ে মানুষকে বিক্রি করছেন এবং তাদের বিপদে ফেলে দিচ্ছেন।
বিরোধীরা বলতে শুরু করলেন যে এখন কলকাতার নাম হেলে পড়া কলকাতা। একটা জিনিস তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যদি কোন সময় ভূমিকম্প হয় তাহলে এই বাড়িগুলোর পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে.
এখন দেখার বিষয়, রাজ্য সরকার কিভাবে গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখেন সেটাই এখন সকলের নজর রয়েছে সেই দিকে।