Contact Information
We Are Available 24/ 7. Call Now.

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার,

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে।

লোফার সিনেমার একটি দৃশ্যে শ্রীলা মজুমদার

টলিউডে ফের শোকের ছায়া। বাংলা বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরশুরাম, এক দিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, আরোহণ, মান্দি, শংকর মুদি, দামুল, ফিরিয়ে দাও প্রভৃতি।

ক্যানসারে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী। জরায়ুতে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল তাঁর। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। শেষে এদিন দুপুরে হার মানলেন মারণ রোগের কাছে। চলে গেলেন না ফেরার দেশে। এদিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মত দাপুটে অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *