Religious

দেখুন লোকনাথ বাবার কিছু অমূল্য বাণী

নানান উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেন বাবা লোকনাথ। তাঁর কিছু অমূল্য বাণীগুলি এখানে দেখে নেওয়া যাক।

1. রণে, বনে, জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করবো।

2. এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি।

3. চেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে।

4. যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি।

5.  অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে।

6. আমিও তোদের মতোই খাই-দাই, মল-মূত্র ত্যাগ করি। আমাকে তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে, তা আর কাকে বোঝাবো, সবাই তো তার ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে।

7. ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সে রকম আর কি!

8.  দীন, দরিদ্র, অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি।

9. যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ন, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে, আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।

10 .ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন।

11. অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনও লাভ নেই।

12. যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।

13. গর্ব করবি, কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি, কিন্তু ক্রোধান্ধ হবি না।

14.অন্ধকার ঘরে থাকিলে, তোকে যদি কেহ জিগ্যেস করে তুই কে? তুই বলিস ‘আমি’।
আমাকে যদি কেহ জিগ্যেস করে আমিও বলি ‘আমি’।
নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কী কোনও মিত্রতা হইতে পারে না?

15. সত্যের মতো পবিত্র আর কিছুই নেই।
সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই।

16. যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আদ্র হয়।
এই আদ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।

 

reporterbangla

Recent Posts

ভুল চিকিৎসাই কাড়ল প্রাণ, ১৯ বছরেই জীবনদ্বীপ নিভল ‘দঙ্গল গার্ল’ সুহানির-

না ফেরার দেশে চলে গেলেন সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রী মৃত্যুর কোলে…

10 months ago

‘বরকে ভাইফোঁটা’ দিতেই পুরো কনফিউজড ময়না-অর্ণবের ছেলে –

ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত মুখ। সম্প্রতি তাঁরা এসেছিলেন দিদি…

10 months ago

কমে গেল Samsung Galaxy F34-এর দাম, কত কমল জানেন?

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ! Samsung গোষ্ঠী তাদের অতি জনপ্রিয়…

10 months ago

ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত রাখবেন কীভাবে?

এই কারণে ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত থাকবেন কীভাবে? প্রতিটি মোবাইল ফোনেই থাকে…

10 months ago

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী –

আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর,…

11 months ago