Contact Information
We Are Available 24/ 7. Call Now.

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন। স্বভাবতই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ঘিরে রয়েছে অনেক পরীক্ষার্থীর মনেই টেনশন। এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসেছে একটি খোলা চিঠি। কী লেখা রয়েছে তাতে? দেখে নেওয়া যাক, মধ্যশিক্ষাপর্ষদ অভিভাকদের প্রতি কোন বার্তা দিয়েছে, দেখে নেওয়া যাক।

প্রতীকী চিত্র

যে খোলা চিঠি পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে আসেন, তাহলে কড়া পদক্ষেপ করা হবে পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই বিষয়ে অভিভাবকদের সচেতন হতে বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, শুধু যে মোবাইল ফোন তা নয়। পরীক্ষার হল-এ নিষিদ্ধ কোনও জিনিসই আনা যাবে না। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করা হয়েছে। সকাল ৯.৪৫ মিনিট থেকে হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। প্রসঙ্গত, ৯.৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিলি হলেও, ১০ টা থেকে হবে পরীক্ষায় উত্তর লেখার সময় শুরু।

প্রতীকী চিত্র

এছাড়াও যে নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ,, তা হল, প্রশ্নপত্রের উপর লেখা থাকবে সিরিয়াল কোড। সেই সিরিয়াল কোডই উত্তরপত্রে লিখতে হবে। অ্যাটেনডেন্স শিটেও দেখে নিয়ে লিখতে হবে সমস্ত তথ্য। প্রসঙ্গত, হল-এ মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রে এবার খানিকটা কড়া ভূমিকায় পর্ষদ।

উল্লেখ্য, বহু সময়ই দেখা গিয়েছে, পরীক্ষার হল-এ গিয়ে অনেকেই প্রশ্ন পত্রের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ফলে প্রশ্নফাঁস বিতর্কে পড়তে হয় পর্ষদকে। ফলে পরীক্ষার্থীরা যাতে কোনও মতেই মোবাইল নিয়ে হল-এর ভিতর প্রবেশ না করেন, সেক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার কথা বলেছে পর্ষদ।

প্রতীকী চিত্র

মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আগামী ২ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভিতর অ্যাডমিট কার্ড, স্বচ্ছ বোর্ড ও কলম সহকারে প্রবেশ করতে হবে। কোনও মতেই সঙ্গে থাকতে পারবে না মোবাইল ফোন।

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *