Social Media

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, জেনে নিন পরীক্ষার কিছু নিয়ম কানুন –

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন। স্বভাবতই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ঘিরে রয়েছে অনেক পরীক্ষার্থীর মনেই টেনশন। এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসেছে একটি খোলা চিঠি। কী লেখা রয়েছে তাতে? দেখে নেওয়া যাক, মধ্যশিক্ষাপর্ষদ অভিভাকদের প্রতি কোন বার্তা দিয়েছে, দেখে নেওয়া যাক।

প্রতীকী চিত্র

যে খোলা চিঠি পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে আসেন, তাহলে কড়া পদক্ষেপ করা হবে পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই বিষয়ে অভিভাবকদের সচেতন হতে বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, শুধু যে মোবাইল ফোন তা নয়। পরীক্ষার হল-এ নিষিদ্ধ কোনও জিনিসই আনা যাবে না। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করা হয়েছে। সকাল ৯.৪৫ মিনিট থেকে হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। প্রসঙ্গত, ৯.৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিলি হলেও, ১০ টা থেকে হবে পরীক্ষায় উত্তর লেখার সময় শুরু।

প্রতীকী চিত্র

এছাড়াও যে নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ,, তা হল, প্রশ্নপত্রের উপর লেখা থাকবে সিরিয়াল কোড। সেই সিরিয়াল কোডই উত্তরপত্রে লিখতে হবে। অ্যাটেনডেন্স শিটেও দেখে নিয়ে লিখতে হবে সমস্ত তথ্য। প্রসঙ্গত, হল-এ মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রে এবার খানিকটা কড়া ভূমিকায় পর্ষদ।

উল্লেখ্য, বহু সময়ই দেখা গিয়েছে, পরীক্ষার হল-এ গিয়ে অনেকেই প্রশ্ন পত্রের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ফলে প্রশ্নফাঁস বিতর্কে পড়তে হয় পর্ষদকে। ফলে পরীক্ষার্থীরা যাতে কোনও মতেই মোবাইল নিয়ে হল-এর ভিতর প্রবেশ না করেন, সেক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার কথা বলেছে পর্ষদ।

প্রতীকী চিত্র

মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আগামী ২ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভিতর অ্যাডমিট কার্ড, স্বচ্ছ বোর্ড ও কলম সহকারে প্রবেশ করতে হবে। কোনও মতেই সঙ্গে থাকতে পারবে না মোবাইল ফোন।

reporterbangla

Recent Posts

ভুল চিকিৎসাই কাড়ল প্রাণ, ১৯ বছরেই জীবনদ্বীপ নিভল ‘দঙ্গল গার্ল’ সুহানির-

না ফেরার দেশে চলে গেলেন সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রী মৃত্যুর কোলে…

10 months ago

‘বরকে ভাইফোঁটা’ দিতেই পুরো কনফিউজড ময়না-অর্ণবের ছেলে –

ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত মুখ। সম্প্রতি তাঁরা এসেছিলেন দিদি…

10 months ago

কমে গেল Samsung Galaxy F34-এর দাম, কত কমল জানেন?

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ! Samsung গোষ্ঠী তাদের অতি জনপ্রিয়…

10 months ago

ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত রাখবেন কীভাবে?

এই কারণে ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত থাকবেন কীভাবে? প্রতিটি মোবাইল ফোনেই থাকে…

10 months ago

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী –

আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর,…

11 months ago