ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত মুখ। সম্প্রতি তাঁরা এসেছিলেন দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এই জুটি ভাগ করে নিলেন তাঁদের এক অনন্য অভিজ্ঞতার কথা। বাস্তব জীবনে ময়না ও অর্ণব স্বামী-স্ত্রী। তবে চরিত্রের খাতিরে সিরিয়ালে তাঁরা ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন।
এমন অনেক সময় দেখা গেছে রিল লাইফের ভাই-বোন জুটি পরবর্তীকালে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এমন খুব কম দেখা যেখানে বাস্তব জীবনের স্বামী-স্ত্রী জুটি অভিনয় করেছেন ভাই-বোনের চরিত্রে। ময়না ও অর্ণব এক দশকেরও বেশি সময় ধরে সুখে ঘর সংসার করছেন। জি বাংলার ‘মিলি’ ধারাবাহিকে প্রথমবারের জন্য তাঁরা একসাথে কাজ করেছেন।
তবে এই সিরিয়ালের দৌলতে তাঁদের কেমিস্ট্রি একেবারে উল্টে গেছে। মিলি শাশুড়ির ভূমিকায় এই ধারাবাহিকে অভিনয় করছেন ময়না। অন্যদিকে অর্ণব অভিনয় করছেন মামা শ্বশুরের চরিত্রে। এমনকি চরিত্রের খাতিরে অর্ণবকে ভাইফোঁটাও দিয়েছেন ময়না। এই দম্পতি সম্প্রতি দিদি নম্বর ওয়ান এর সেটে এসে শেয়ার করলেন তাঁদের সেই অভিজ্ঞতার কথা।
ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে এই দম্পতি উপস্থিত ছিলেন দিদি নম্বর ওয়ানে। সেখানেই এই দম্পতিকে রচনা প্রশ্ন করেন, হাজব্যান্ড-ওয়াইফ হয়ে ভাই-বোন, ব্যাপারটা কেমন লাগছে? এর উত্তরে অর্ণব বলেন, ‘আমাদের যত বছরের রিলেশন বা এতদিন বিয়ে হয়েছে, তবে এত বছরে কখনও একসঙ্গে কখনও কাজ করার সুযোগ পাইনি। যাও বা পেলাম সেখান ভাই-বোন।’
এরপর মুখে হাসি নিয়ে তিনি আরো জানান, ‘মজার ব্যাপার হল, বাড়িতে সবাই দেখে (মিলি), আমাদের ১০ বছরের ছেলেও রয়েছে। ওহ একটু ঝামেলার মধ্যে আছে। যে বাবাকে মামা বলে ডাকবে না মা-কে পিসি একটু কনফিউসড আছে’। বেশ কয়েকবার নাকি বরকে ছোটদা বলতে গিয়ে হোঁচটও খেয়েছেন ময়না। তবে এখন সেই জড়তা অনেকটা কেটেছে।
না ফেরার দেশে চলে গেলেন সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রী মৃত্যুর কোলে…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ! Samsung গোষ্ঠী তাদের অতি জনপ্রিয়…
এই কারণে ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত থাকবেন কীভাবে? প্রতিটি মোবাইল ফোনেই থাকে…
আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর,…
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বরাবরী তিনি ডায়েট নিয়ে বেজায় সচেতন, শরীর তিনি এমন ভাবে ধরে রেখেছেন যে…