আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মিঠুনের এমআরআই করা হয়েছে। আপাতত তাঁকে নজরে রেখেছেন চিকিৎসকরা।
অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাঁর। অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি মিঠুন চক্রবর্তীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমআরআই রিপোর্ট আসার পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সম্প্রতি পদ্মভূষণ সম্মান পেয়েছেন। মিঠুন চক্রবর্তীর শেষ দুটি বাংলা ছবি প্রজাপতি এবং কাবুলিওয়ালাও ভীষণভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। শনিবার সকালেও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সোহমই তাঁকে হাসপাতালে নিয়ে যান বলে খবর।
৭৩ বছর বয়সে দেশের দ্বিতীয় শীর্ষ নাগরিকের সম্মান পেয়েছেন ‘ডিস্কো ডান্সার’ খ্যাত অভিনেতা। ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। চলতি বছর পদ্ম সম্মান পাওয়ার জন্য তিনি সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।” রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় জগতের সঙ্গে দূরত্ব বাড়াননি মিঠুন। শনিবারও শ্যুটিং ফ্লোরেই ছিলেন তিনি।