Entertainment

সবাই বিরক্ত, কিন্তু বুম্বাদা খুশি

Reporter Bangla – বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তিনি, সবাই যে পথে হাঁটেন তিনি চট করে সেই পথে হাঁটেন না। তিনি সবকিছু বিবেচনা করে তবেই হাঁটেন, সেটা অভিনয়ের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিজীবন। সাংবাদিকদের যে কোনও অনুষ্ঠানে তাঁকে পাওয়া যায়। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার আরও একটি নজির গড়লেন। সবাই যখন বিমানসংস্থার প্রতি বিরূপ তখন খোলামনে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন ‘বুম্বাদা’। শুধুই প্রশংসা করেননি। সবার সঙ্গে ছবি তুলে ভাগ করে নিয়েছেন। প্রসেনজিৎ চ্যাটার্জীর ইতিবাচক পদক্ষেপে খুশি তার ভক্তরা

টলিউড বলিউডের অনেক বড় বড় অভিনেতা ও বড় বড় তারকা বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন, তালিকায় বলিউডের প্রথম সারির অভিনেতারা যেমন আছেন তেমনই আছেন টলিউডের বহু জনপ্রিয় মুখ। কিছুদিন আগে তুমুল প্রতিবাদ জানিয়েছেন রাধিকা আপ্তে, রিচা চড্ডা-সহ অনেকেই।

বাংলা বিনোদন দুনিয়া থেকে এই তালিকায় রয়েছেন তৃণা সাহা। এঁদের প্রত্যেকের অভিযোগ, সঠিক পরিষেবা পাচ্ছেন না। কখনও বিমান দেরিতে ছাড়ছে। কিন্তু তাঁরা কোনও খবর পাচ্ছেন না। কখনও খাবারে চুল বা তেমনই কিছু দূষিত জিনিস থাকছে। এই ঘটনা ছবি তুলে প্রতিবাদ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী। বুম্বাদার কিন্তু কারও বিরুদ্ধে কোনও অফিযোগ নেই। তিনি পরিষেবায় সন্তুষ্ট।

তাই বিমানের ককপিটে সমস্ত বিমানসেবিকা এবং পাইলটকে সঙ্গে নিয়ে হাসিমুখে ছবি তোলেন। সেই ছবি ভাগ করে নিয়ে বিবরণীতে লেখেন, ‘এই বিশেষ বিমানসংস্থার সঙ্গে যাতায়াত খুবই সন্তোষজনক। প্রত্যেকে এই প্রজন্মের। টাটকা অক্সিজেনের মতো। এঁদের পরিষেবা যেমন উন্নতমানের। একই ভাবে ব্যবহার যথেষ্ট আন্তরিক। এঁদের উষ্ণ সান্নিধ্যে আমি খুব খুশি।’ প্রত্যেক বিমানকর্মীর নাম এবং বিমানের নাম ও নম্বরও তিনি প্রকাশ করেছেন। প্রত্যেকের জন্য তিনি ঈশ্বরের কাছে মঙ্গলকামনাও করেছেন।

reporterbangla

Recent Posts

ভুল চিকিৎসাই কাড়ল প্রাণ, ১৯ বছরেই জীবনদ্বীপ নিভল ‘দঙ্গল গার্ল’ সুহানির-

না ফেরার দেশে চলে গেলেন সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রী মৃত্যুর কোলে…

10 months ago

‘বরকে ভাইফোঁটা’ দিতেই পুরো কনফিউজড ময়না-অর্ণবের ছেলে –

ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত মুখ। সম্প্রতি তাঁরা এসেছিলেন দিদি…

10 months ago

কমে গেল Samsung Galaxy F34-এর দাম, কত কমল জানেন?

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ! Samsung গোষ্ঠী তাদের অতি জনপ্রিয়…

10 months ago

ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত রাখবেন কীভাবে?

এই কারণে ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত থাকবেন কীভাবে? প্রতিটি মোবাইল ফোনেই থাকে…

10 months ago

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী –

আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। তাঁকে বাইপাসের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর,…

11 months ago