Reporter Bangla : বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি উপস্থিত ছিলেন চুঁচুড়া উৎসবে, আপনারা সকলেই জানেন রচনা ব্যানার্জি একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তিনি ভোটে জিতেছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে. এই কেন্দ্রের লোকসভা প্রার্থী লকের চ্যাটার্জি কে তিনি অনেক ভোটে হারিয়ে জয়ী হন.
ভোটে যেতার পর তিনি প্রায় হুগলি যাতায়াত করেন এবং তিনি চেষ্টা করেন মানুষের পাশে থাকার, মানুষের প্রচুর ভালোবাসাও তিনি পেয়েছেন এবং জি বাংলায় অনুষ্ঠিত দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয় সঞ্চালক তিনি. শুধু হুগলির কেন্দ্রের মানুষ নন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মানুষ এবং বাংলাদেশ ও উড়িষ্যার মানুষ ওনাকে খুব ভালোবাসেন.
তিনি মানুষকে কথা দিয়েছিলেন তাদের পাশে থাকবেন এবং তিনি প্রতিনিয়ত তার চেষ্টা করে যাচ্ছেন. আপনাদের সবার ভালোবাসায় আজ দিদি নম্বর হয়ে উঠেছে সবার সেরা. শুধু দিদি নাম্বার ওয়ান নয় বাংলা সিনেমায় যথেষ্ট সুনাম রয়েছে রচনা ব্যানার্জীর.
অন্যান্য দিনের মতো এদিনও তিনি উপস্থিত ছিলেন চুঁচুড়া উৎসবে, সাথে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়. সাথে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার. মঞ্চে উঠে তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি জানান আগামী দিনেও তিনি তাদের পাশে থাকবেন এবং যতই অসুবিধা হোক না কেন তিনি আসবেন.
এরপর এক এক করে ভাষণ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার ও আরো যারা উপস্থিত ছিলেন সবাই. তিনি অনেকক্ষণ ধরে মঞ্চের উপর ছিলেন এবং কথা বললেন মানুষদের সাথে. চুঁচুড়া বাসিও খুব খুশি হয়েছিলেন উনাকে কাছে পেয়ে.
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন.